হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মাদক, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

মাদক ও অস্ত্রসহ আটক শামীম শেখ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শামীম শেখ (৩২) নামের এক যুবককে আটক করছে যৌথ বাহিনী। সে সময় তাঁর কাছে মাদকও পাওয়া গেছে। আটক শামীম শেখ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে শামীম শেখের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় তার ঘরের ভেতর থেকে ২২টি হাঁসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইনজেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুঁড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে তাঁর বাড়ি থেকে মাদক, দেশীয় অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন