হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে, দেনমোহর ৯ লাখ টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ, নেই বৃষ্টি। পুড়ছে উত্তরের জনপদগুলো। মানুষের উঠছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে—সেই বিশ্বাস থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য করে মেঘ ও বৃষ্টি নামে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর প্রধান পাড়ায় এ বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ানোও হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হলুদ বাটা ও দল বেঁধে বিয়ের গীত গাওয়া হচ্ছে। সঙ্গে ইজাব-কবুলের আয়োজনও। তবে এসবের কোনোটাই মানুষের বিয়ের জন্য নয়। বৃষ্টির আশায় ঘটা করে দুটি ব্যাঙের বিয়েকে ঘিরেই এত আয়োজন। ইসলামি রীতির এ বিয়ে দেখতে নারী-পুরুষের ঢল নামে। 

আয়োজকেরা জানান, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। তাই ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ের আয়োজন করা হয়েছে। 

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বাংলার লোকজ বিশ্বাসের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা