হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বিএনপি নেতার ‘জমি দখল ও চাঁদাবাজি’, বিচার চেয়ে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা সদরের পুরাতন স্টেশন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী বিপুল সাহা, দিদারুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়া প্রমুখ। তাতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার পালিয়ে যাওয়ার পর গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তাঁর সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জমি দখল ও চাঁদাবাজি করছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপি।

বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে জমি দখল ও চাঁদাবাজদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই লাগাম টেনে না ধরলে বিএনপির প্রতি সাধারণ জনগণের আস্থা ভেঙে পড়বে। তাই গোলাম রহমান সুমনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিষয়ে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। যদি কেউ এসব প্রমাণ করতে পারে, তাহলে দল করা ছেড়ে দিব।’

এ বিষয়ে জানতে চাইলে বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আজ যারা সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করছে, তারা দলে অনুপ্রবেশকারী। যারাই বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রতি আহ্বান জানাই।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ