হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বিএনপি নেতার ‘জমি দখল ও চাঁদাবাজি’, বিচার চেয়ে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা সদরের পুরাতন স্টেশন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী বিপুল সাহা, দিদারুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়া প্রমুখ। তাতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার পালিয়ে যাওয়ার পর গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তাঁর সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জমি দখল ও চাঁদাবাজি করছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপি।

বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে জমি দখল ও চাঁদাবাজদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই লাগাম টেনে না ধরলে বিএনপির প্রতি সাধারণ জনগণের আস্থা ভেঙে পড়বে। তাই গোলাম রহমান সুমনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিষয়ে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। যদি কেউ এসব প্রমাণ করতে পারে, তাহলে দল করা ছেড়ে দিব।’

এ বিষয়ে জানতে চাইলে বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘আজ যারা সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করছে, তারা দলে অনুপ্রবেশকারী। যারাই বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রতি আহ্বান জানাই।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা