হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি

 দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, মাধবী নামের ওই শিক্ষার্থী ক্যাম্পাসের অদূরে এম আর পেট্রল পাম্প সংলগ্ন জয়ন্ত ছাত্রী নিবাস নামক একটি মেসে একটি সিঙ্গেল রুমে থাকতেন বলে। সে হাবিপ্রবির ১৭ তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

জয়ন্ত ছাত্রী নিবাসের মালিক জয়ন্ত জানান, ছাত্রীরা দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালার পাল্লা ভেঙে দেখেন ওই শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।  তৎক্ষণাৎ ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে ফোনে অবহিত করা হয়। 

  ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য নাজির হোসেন জানান, মেস মালিক জয়ন্ত ফোনে তাঁকে ঘটনাটি জানালে তিনি গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে। তিনি তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করেন। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থী হাবিপ্রবির ১৭ তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের। সে স্থানীয় একটি মেসে সিঙ্গেল রুমে থাকত। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ে। 

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ