হোম > সারা দেশ > রংপুর

সাবেক প্রতিমন্ত্রী জাকিরসহ ২৫ জনের নামে চাঁদাবাজির মামলা, গ্রেপ্তার ২

কুড়িগ্রাম প্রতিনিধি

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৫ জনের নামে কুড়িগ্রামের রৌমারী থানায় গতকাল বৃহস্পতিবার চাঁদাবাজির মামলা হয়েছে। এ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন রাতে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মামলা ও গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সহযোগী সবুজ আহমেদের বাড়ি একই গ্রামে। 

মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর করে জখম করেন। শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এ ছাড়া তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেন। ওই ঘটনায় আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক সম্প্রতি ২৫ জনের নামে ও অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। 

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বৃহস্পতিবার মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর সহযোগী সবুজ আহমেদকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতেন। তবে রাজনৈতিক পদ পেয়ে কখনো চাঁদাবাজি করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’ 

ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ