হোম > সারা দেশ > রংপুর

ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) অপহরণ ও ধর্ষণের দায়ে এক গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (৩২) যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ভূরুঙ্গামারী উপজেলার এক বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতেন। ওই বাড়ির এক শিক্ষার্থীকে তিনি বিয়ের কথা বলে ২০১৫ সালের ২ এপ্রিল সঙ্গে করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির মা থানায় গিয়ে অপহরণের মামলা করেন। পুলিশ একই বছরের ১৮ জুন গাজীপুর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

আদালত সূত্র জানায়, জামিনে থাকা জাহাঙ্গীর মামলা চলাকালে নিয়মিত আদালতে উপস্থিত থাকলেও রায় ঘোষণার খবরে আজ বুধবার আর হাজির হননি। তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি আব্দুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন ইয়াসিন আলী।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ