রংপুরের পীরগাছায় বাঁশের পাতা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল রানা (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোহেল রানা ওই গ্রামের মো. আফতাব হোসেনের ছেলে। সে তাম্বুলপুর হাইস্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা তার বাড়ির পাশের একটা বাঁশবাগানের পাতা পাড়তে গিয়েছিল। আগে থেকেই বাঁশবাগানটি বিদ্যুতায়িত ছিল। সে না জেনেই বাঁশের পাতায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।