হোম > সারা দেশ > রংপুর

পাঁচ দফা দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক আটকে চিকিৎসকদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

রংপুরে পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে চিকিৎসকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিএমডিসি, বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের চিকিৎসক সমাজ ও মেডিকেল শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মেডিকেল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

রংপুরে পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে চিকিৎসকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ সময় আন্দোলনকারীরা দাবি তুলে বলেন, এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না—এ আইন ও বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে চলতি বছরে ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল এবং মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। এ ছাড়া ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করার দাবি তুলে ধরেন তাঁরা।

রংপুরে পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে চিকিৎসকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন