হোম > সারা দেশ > গাইবান্ধা

ফেরিওয়ালা থেকে ঘটক, ১০৪ বিয়ের ঘটকালি সম্পন্ন

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

পেশাজীবনের শুরুটা ছিল একজন ফেরিওয়ালা হিসেবে। ব্যবসার খাতিরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন তিনি। এর ফলে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে পরিচিতি হয় তাঁর। আর এই পরিচিতি তাঁকে ঘটকালি পেশায় উদ্বুদ্ধ করে এবং বিয়ের ঘটকালি শুরু করেন। 

বলছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের আসাদুল ইসলামের (৪০) কথা। এলাকার মানুষ তাঁকে ডিজিটাল ঘটক হিসেবে চেনেন এবং জানেন। এ পর্যন্ত ১০৪টি বিয়ের ঘটকালি সম্পন্ন করেছেন তিনি। আসাদুল ওই গ্রামের রাজা মিয়ার ছেলে। 

জানা যায়, সংসারজীবনে আসাদুল দুই সন্তানের জনক। অবিবাহিত জীবনে তিনি পেশায় ছিলেন ফেরিওয়ালা। গ্রামাঞ্চলে ফেরি করে চুরি-ফিতা ও কসমেটিকস বিক্রি করতেন। এই সুবাদে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে তাঁর পরিচিতি গড়ে ওঠে। 

স্থানীয়রা জানান, সদা হাস্যোজ্জ্বল ডিজিটাল ঘটক আসাদুল। অতি অল্প সময়েই যেকোনো মানুষের সঙ্গে পরিচিতি গড়ে তুলতে সক্ষম তিনি। এই কৌশল কাজে লাগিয়ে ফেরিওয়ালা থেকে স্বল্প সময়েই এলাকায় ঘটক হিসেবে বেশ পরিচিতি লাভ করেন তিনি। ২০০৩ সালে তিনি ফেরিওয়ালা পেশা ছেড়ে দিয়ে প্রতিবেশী এক শ্যালিকাকে ঘটকালি করে বিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার ঘটকজীবনের শুরু হয়।

অ্যানালগ জীবন থেকে ঘটকালি শুরু করে এরপর আস্তে আস্তে সময়ের সঙ্গে পাল্টে গেছে ঘটকালির ধরনও। আগে বিয়ে-শাদি হতো সরাসরি ঘটক মেয়ে বা ছেলের বাড়িতে গিয়ে সম্পর্ক ঠিক করতেন। এখন সময় পাল্টে গেছে। সময়ের স্বল্পতার কারণে মোবাইল ফোনে কথাবার্তা, ভিডিও কলে ছেলে ও মেয়ে দেখাদেখির মাধ্যমে অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলে একাধিক বিয়ে সম্পন্ন করে দিয়েছেন ঘটক আসাদুল। সেই থেকেই তাঁর নাম হয়েছে ডিজিটাল ঘটক। 

ঘটক আসাদুল বলেন, `আগে ফেরিওয়ালা ছিলাম। এ পেশা বাদ দিয়ে ২০০৩ সাল থেকে আজ ১৮ বছর ধরে ঘটকালি পেশা সম্মানের সাথে করে যাচ্ছি। এই পেশায় এসে যেমন পেয়েছি সম্মান, তেমনি ইনকামও ভালো হচ্ছে। গরিব মানুষের বিয়ে হলে উভয় পক্ষ থেকে পাই ৫ হাজার টাকা। আর ধনী পরিবারের বিয়ে হলে ২০ হাজার টাকা পর্যন্ত বকশিশ পাই। ১৮ বছরের ঘটকালি জীবনে এই পেশা দিয়ে বাড়ি করেছি। একটি মেয়েকে বিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে বউ-বাচ্চা নিয়ে সুখে-শান্তিতে রয়েছি। 

তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘বিয়ে-শাদি হয়ে গেলে আমার মতো ঘটকের খবর আর কোনো পক্ষই রাখে না। নবদম্পতি সুখে থাকলে খবর নেয় না। আর উভয়ের মধ্যে সমস্যা হলে যত দোষ ঘটকের।’ 

ঘটক আসাদুল আরও জানান, ২০০৩ সাল থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত ১০৪টি বিয়ের ঘটকালি সম্পন্ন করেছেন। নিজ উপজেলা সাদুল্যাপুর থেকে শুরু করে গাইবান্ধা জেলাসহ রংপুর, দিনাজপুর, বগুড়াসহ অন্য জেলায়ও তিনি ঘটকালির মাধ্যমে বিয়ে-শাদি সম্পন্ন করে দিয়েছেন। আল্লাহ চাইলে জীবদ্দশায় ৫০০টি বিয়ে সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ