হোম > সারা দেশ > দিনাজপুর

অস্ত্র-গুলিসহ সাবেক এমপির গরুর খামারের শ্রমিক গ্রেপ্তার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গরুর খামারের শ্রমিক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।

বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা