লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের হাতীবান্ধা উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার রাতে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও থানা-পুলিশে আগুন নিয়ন্ত্রণ করে।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে। তবে নির্বাচনী সরঞ্জাম বা কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। শুধু একটি বেঞ্চ পুড়ে গেছে।
ভোট গ্রহণ কক্ষের পাশে জানালা খোলা একটি কক্ষে আগুন লাগে। তবে দুর্বৃত্তদের লাগানো, নাকি শর্টসার্কিটের আগুন, তা পরিষ্কার করে বলা যাচ্ছে না বলেও দাবি করেন ওসি সাইফুল ইসলাম।