হোম > সারা দেশ > রংপুর

শ্বশুরবাড়ি এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভারতীয় নাগরিক মনিরুল মোল্লার (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বোল্লারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার দক্ষিণ কালশুর গ্রামের আবদুল্লা মোল্লার ছেলে মনিরুল মোল্লা। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। এক বছর আগে পরিচয় হয় ধামুর বোল্লারপাড় গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে মোকাররমা খাতুনের সঙ্গে। 

 ২০২১ সালে তাঁরা দুজনে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ভারতে চলে যান মনিরুল মোল্লা। গত মাসে স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তাঁর শ্বশুরবাড়ি বাংলাদেশে আসেন। 
রোববার মনিরুলের বুকে ব্যথা অনুভব হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুটি সন্দেহ প্রবণ হওয়ায় ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের (রমেক) মর্গের পাঠানো হয়েছে।

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার