হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্লাপুরে আ. লীগের দুপক্ষের সভা বন্ধে চলছে ১৪৪ ধারা

প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা): গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ একই সময় একই জায়গায় সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ জারি করা হয়।

সরেজমিনে দেখা যায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল থেকে উপজেলার পাবলিক লাইব্রেরি চত্বর ও শহীদ মিনার সংলগ্ন দলীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে রয়েছে ।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, রোববার সকাল ১০টার সময় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকারিয়া খন্দকার দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করে। অপরদিকে একই সময়ে দলীয় কার্যালয়ের পাশেই অনুরূপ সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের নেতৃবৃন্দ একই সময়ে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি চত্বরে ও শহীদ মিনার সংলগ্ন দলীয় কার্যালয়ে সভা আহ্বানক করায় উপজেলা শহরে নেতা কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। বিদ্যমান এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি, শান্তিশৃঙ্খলা ভঙ্গসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কায় ওই স্থানে জনস্বার্থে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবীনেওয়াজ।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় শনিবার রাত হতে প্রশাসনের পক্ষ থেকে মাইক যোগে প্রচার প্রচারণা চালানো হয়। এতে বলা হয়েছে রোববার (৩০ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উভয় স্থানের ৩০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় উভয় স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা