হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে আ.লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের ২ মামলা

নীলফামারী প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে নীলফামারীতে বাড়িঘর–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। গতকাল রোববার রাতে সদর থানায় মামলা দুটি দায়ের করেন ভুক্তভোগীরা। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ মামলা সত্যতা নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী (বাদী) জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকার নামীয় ৫১ জন এবং অপর মামলায় এ. কে. এম বদিউল আলম সরকার নামীয় ৪১ জনকে আসামি করেছেন। এ ছাড়া দুই মামলা অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদীরা সম্পর্কে আপন ভাই বলে জানা গেছে। 

আসামিরা হলেন–জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাহাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আমিন স্বপন, সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নীলফামারীতে ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় মামলার নামীয় ৫১ জনসহ ১৫০ থেকে ২০০ ব্যক্তি শহরের বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালায়। এরপর বিকেলের দিকে উল্লেখিত ব্যক্তিরা বাদীর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

অপর মামলায় বলা হয়েছে, ওই দিন বেলা ৩টার দিকে আসামিরা বাদীর দোকানের সাটার ভেঙে ১৬ লাখ টাকার ক্রীড়া সামগ্রী লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা বলে উল্লেখ করেন বাদী।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ