হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া বৃদ্ধের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ মো. আবদুল মোত্তালেব মিয়া (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

আবদুল মোত্তালেব মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মৃত মো. আবদুস সালাম মিয়ার ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলা পশু হাসপাতালে কম্পাউন্ডার পদ থেকে ২০০০ সালে অবসরে যান।

পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, ‘গত ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন আবদুল মোত্তালেব মিয়া। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুই দিন পরে ঢাকায় পাঠান চিকিৎসকেরা। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ