হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা আদালতের ১৩ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলা হাসপাতালের করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। 

সিভিল সার্জন অফিসের সূত্রমতে, করোনা পজিটিভ আসায় বিচারকগণ নিজ নিজ বাসভবনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সবাই সুস্থ আছেন। 

করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর জেলা বিচারক মনছুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২-এর জেলা বিচারক মাহবুবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এ টি এম তোফায়েল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সহকারী জজ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাদেব চন্দ্র রায়, শাহীন কবির ও মেহেদী হাসান। 

এর আগে গত শনিবার (২২ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান করোনা আক্রান্ত হন। এ নিয়ে নীলফামারীতে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলেন। 

এ ছাড়া রোববার (২৩ জানুয়ারি) নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই দিন সকালে নীলফামারীতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথম ও দ্বিতীয়বার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ