হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন আলী (৭৩) উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

স্বজনদের বরাতে রংপুর রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম আজকের পত্রিকাকে জানান, ওই বৃদ্ধ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রায় কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। আবার কিছুদিন পর বাড়ি ফিরতেন।

আজও বেলা সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হন। পরে সাধু এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ায় সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসআই আব্দুর রহিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে রংপুর রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ