হোম > সারা দেশ > রংপুর

ভাতা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল বুধবার নীলফামারীর আমলি (ডিমলা) আদালতে মামলাটি করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম। 

এরপর আদালতের বিচারক মেহেদি হাসান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তবে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ১২ জুলাইয়ে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী একজন ইউপি সদস্য সরকার থেকে প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে ৩ হাজার ৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৪ হাজার ৪০০ টাকা পাবেন।

২০২২ সালের মার্চ মাসে হাট-বাজার থেকে পাওয়া পৌনে ছয় লাখ টাকা ইউপি সদস্যদের বেতন-ভাতা বাবদ ব্যয় দেখানো হয়। কিন্তু সদস্য মামনুর রশিদ, নুর ইসলাম ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ায় এক বছর পার হলেও এ পর্যন্ত তাঁরা ইউনিয়ন পরিষদ থেকে কোনো সম্মানী ভাতা পাননি।

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, ইউপি সদস্যরা টাকা চাইলেই চেয়ারম্যান টালবাহানা করেন। ভাতার বকেয়া টাকা পরিশোধ করতে অস্বীকার করে চেয়ারম্যান আনোয়ার প্রতারণামূলক সদস্যদের ৫ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে মামলার বাদী ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও নুর হোসেন বলেন, ‘চেয়ারম্যান আনোয়ারুল হক নিয়ম মোতাবেক পরিষদ চালান না। তিনি আমাদের সই জাল করে সম্মানী ভাতা আত্মসাৎ করেছেন। তাই মামলা করেছি।’

আদালত সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল সরকারের বিরুদ্ধে আদালত মামলাটি নিয়েছেন। আদালতের বিচারক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তিনি জানেন না। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের অভিযোগ ভিত্তিহীন।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার