হোম > সারা দেশ > রংপুর

ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে: মির্জা আব্বাস

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরীর শাপলা চত্বরে গণপদযাত্রায় বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র ভারত সারা বিশ্বকে দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা কাজটি করতে পারে।

আজ রোববার রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শুধু তিস্তা নয়, আজকে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা একটা উদাহরণ মাত্র। বাংলাদেশের পানি, কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা-কুশিয়ারা বন্ধ করেছে।

রংপুর মহানগরীর শাপলা চত্বরে গণপদযাত্রায় বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি: আজকের পত্রিকা

পতিত সরকারকে চাটুকার আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘আমরা অনেক আগে পানির হিস্যা আদায় করতে পারতাম, যদি হাসিনার মতো একটা চাটুকার সরকার বাংলাদেশে না আসত। এই পানি নিয়ে তারা কোনো দিন কথা বলে নাই। আমরা বলেছি।’

বিএনপির নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার পেছনে পানির হিস্যা উল্লেখ্য করে মির্জা আব্বাস বলেন, ‘সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাঁধ নিয়ে সে প্রতিবাদ করেছিল। ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে, ভারত আমাদের পানির অভাবে কীভাবে কষ্ট দিচ্ছে।’

রংপুর মহানগরীর শাপলা চত্বরে গণপদযাত্রায় বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি: আজকের পত্রিকা

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের চোখের পানিতে কারও কাছে কিছু চাইব না। আমরা বকশিশ চাই না, ভিক্ষা চাই না। আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হয় কাল, কালকে না হয় পরশু, দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন থামবে না। শুধু আমরা একটা সরকারের অপেক্ষায় আছি। যেই সরকার দেশের মানুষের কথা ও ভাষা বুঝতে পারবে।

‘যে সরকার মানুষের দাবিদাওয়া পূরণের সক্ষমতা রাখবে। কিছু দিন আগে যেই সরকার ছিল, সে কিছুতেই দাবিদাওয়া পূরণের সক্ষমতা রাখত না। রাখলেও যেহেতু তাকে ক্ষমতায় থাকবে হবে, তাই পূরণ করেনি।’

ভারতের সঙ্গে দেনা-পাওনা নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কাছে কি ভারতের কোনো দেনা-পাওনা নাই? অনেক কিছু আছে। ভুলে যাবেন না, অনেক কিছু আছে আমাদের কাছে। ট্রানজিট আছে, মোংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা এসবের হিসাব-কিতাব করব।

‘মনে রাখবেন, আমরাও হিসাব করব। আমাদের যেখানে যেখানে প্রয়োজন আছে, না পেলে আমরাও ছাড়ব না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে পানির প্রয়োজন, দিতে হবে হিসাবমতো।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ