হোম > সারা দেশ > রংপুর

আদুল গায়ে স্কুলে যাওয়া সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, চলছে মামলার প্রস্তুতি

রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ার প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খালি গায়ে স্কুলে যাতায়াতসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গতকাল রোববার তাঁকে বরখাস্ত করা হয়। শিক্ষা অধিদপ্তর রংপুরের বিভাগীয় উপপরিচালক (ডিডি) মো. মুজাহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

মো. মুজাহিদুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গঙ্গাচড়ার উত্তর খলেয়া পণ্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সরকারকে শুধু বরখাস্ত নয়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া তাঁর বদলির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গায়ে পোশাক ছাড়াই নিয়মিত স্কুলে যাতায়াত, স্কুলের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠান। সেই আলোকে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত করার পর প্রধান শিক্ষক পরিমল কুমার আজ সোমবার স্কুলে যাননি বলে জানা গেছে। গত ৯ মে আজকের পত্রিকায় ‘অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

গত ২১ মার্চ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মনিরুল ইসলাম নামে এলাকার এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক গায়ে পোশাক ছাড়াই স্কুলে যাতায়াত করেন। স্কুলমাঠে ধান কাটা ও মাড়াই করে ধান শ্রেণিকক্ষে রাখেন। ভুয়া ভাউচারে বরাদ্দের অর্থ আত্মসাৎ করেন। তিনি স্কুলের ল্যাপটপ ও প্রজেক্টর বাড়িতে ভাড়া দেন। তাঁর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলী ইমরানকে এই দায়িত্ব দেওয়া হয়। কমিটি তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে বেশির ভাগেরই সত্যতা পায়।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২