হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ যাত্রী নিহত, আহত ২ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিলন (২৫) নামে পিকআপের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও দেলোয়ার হোসেন (২২)। আহতেরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত মিলন পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, একটি পিকআপ দুপুর ১টার দিকে হাবড়া থেকে ঝাউপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে ২০ মিটার দুরে ছিটকে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলেই মিলন নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম ও দেলোয়ার হোসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ছাড়া, এই লেভেল ক্রসিংটি অরক্ষিত থাকে বলে জানান স্থানীয়রা। 

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ