হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ যাত্রী নিহত, আহত ২ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিলন (২৫) নামে পিকআপের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও দেলোয়ার হোসেন (২২)। আহতেরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত মিলন পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, একটি পিকআপ দুপুর ১টার দিকে হাবড়া থেকে ঝাউপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে ২০ মিটার দুরে ছিটকে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলেই মিলন নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম ও দেলোয়ার হোসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ছাড়া, এই লেভেল ক্রসিংটি অরক্ষিত থাকে বলে জানান স্থানীয়রা। 

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড