হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ যাত্রী নিহত, আহত ২ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিলন (২৫) নামে পিকআপের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও দেলোয়ার হোসেন (২২)। আহতেরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত মিলন পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, একটি পিকআপ দুপুর ১টার দিকে হাবড়া থেকে ঝাউপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে ২০ মিটার দুরে ছিটকে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলেই মিলন নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম ও দেলোয়ার হোসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ছাড়া, এই লেভেল ক্রসিংটি অরক্ষিত থাকে বলে জানান স্থানীয়রা। 

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার