হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে ছাত্রলীগের হস্তক্ষেপে মাদ্রাসার নিয়োগ বোর্ড গঠন পণ্ড

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগ কর্মীদের হস্তক্ষেপে এক মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক কমিটির মাধ্যমে এবং গোপনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করার অভিযোগে হস্তক্ষেপ করেছেন বলে ছাত্রলীগ কর্মীদের দাবি। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। 

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকায় রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শূন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে শনিবার দুপুরে নিয়োগ নির্বাচনী বোর্ড গঠন শুরু হয়। এ সময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা সেখানে গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো ডিজির প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক সহযোগী অধ্যাপক শহীদ লতিফের কাছে নিয়োগ বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। তাঁদের প্রশ্নের কোনো জবাব না দিয়েই ডিজির প্রতিনিধি নিয়োগ বোর্ড অসম্পন্ন রেখে চলে যান। 

ছাত্রলীগ কর্মীদের দাবি, মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই। তাঁরা ওই বোর্ডে অধ্যক্ষ ও ডিজির প্রতিনিধিকে নিয়ে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বদিউজ্জামান বদরুল বলেন, ‘নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘শূন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড আয়োজন করা হয়েছিল। বোর্ডটি অসম্পন্ন রয়েছে।’ 

মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ জানান, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতায় ভুগছি, পরে কথা হবে।’ 

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ