হোম > সারা দেশ > রংপুর

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শহর এড়িয়ে জামায়াতের মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় আমিরসহ আটক দলীয় নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত। আজ সোমবার সকালে জেলা সদরের ধরলা নদীর পূর্ব প্রান্তে ভোগডাঙা মডেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক ধরে কুমরপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ফজরের নামাজের পর থেকে ভোগডাঙা বাজার প্রাঙ্গণে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলীয় আমিরসহ আটক নেতা-কর্মী ও আলেম-উলামাদের মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। নেতা-কর্মীদের উজ্জীবিত করতে শহরের বাইরে মিছিল করা হয়েছে। ভবিষ্যতে শহরকেন্দ্রিক কর্মসূচি পালন করা হবে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ