হোম > সারা দেশ > রংপুর

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শহর এড়িয়ে জামায়াতের মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলীয় আমিরসহ আটক দলীয় নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা জামায়াত। আজ সোমবার সকালে জেলা সদরের ধরলা নদীর পূর্ব প্রান্তে ভোগডাঙা মডেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক ধরে কুমরপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার ফজরের নামাজের পর থেকে ভোগডাঙা বাজার প্রাঙ্গণে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলীয় আমিরসহ আটক নেতা-কর্মী ও আলেম-উলামাদের মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন দলের নেতা-কর্মীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। নেতা-কর্মীদের উজ্জীবিত করতে শহরের বাইরে মিছিল করা হয়েছে। ভবিষ্যতে শহরকেন্দ্রিক কর্মসূচি পালন করা হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড