হোম > সারা দেশ > রংপুর

পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ দালালহাট এলাকায় পুলিশের ধাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 

জানা গেছে, নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫৫)। তিনি দালালহাট এলাকার বাসিন্দা।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনার সূত্রপাত ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ অব্যাহত রেখেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় তাজুল ইসলামকে গাঁজাসহ আটক করে পুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই হাতকড়া পরা অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মৃতের আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রথমে রংপুর-হারাগাছ সড়ক অবরোধ করেন। পরে তাঁরা হারাগাছ থানা ঘেরাও করেন। এসময় তাঁরা পুলিশের দুইটি পিকআপ ভাঙচুর করা হয়। 

মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ওসি শওকত আলী সরকার জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই এলাকায় যায়। এসময় তাজুল ইসলামকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় ভয়ে সে মলত্যাগ করে ফেলে। অসুস্থ হয়ে পড়লে পুলিশ হাতকড়া খুলে দেয়। এর কিছুক্ষণ পরই তাজুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এলাকাবাসী ভুল তথ্য পেয়ে থানা ঘেরাও করে ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশসদস্য আহত হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ