হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মহিলা দলের বিক্ষোভ, রাস্তা অবরোধ করে অটোরিকশা ভাঙচুর 

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে গাইবান্ধার সদর উপজেলার কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করছেন মহিলা দলের নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ রোডের কদমতলী এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। 

বিক্ষোভে বিএনপির নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার  ব্যক্তিদের মুক্তি চেয়ে স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নেতা-কর্মীরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে যান। 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কদমতলীতে অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় গাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। অবরোধ ঘিরে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ