হোম > সারা দেশ > গাইবান্ধা

ঢামেকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার এক আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সঞ্জয় পাল নামক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। এর আগে ভোরে গাইবান্ধার বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সঞ্জয় গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে। 

ওসি মাসুদ রানা বলেন, ‘ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দিলে আজ ভোরের দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম তাঁকে নিতে আসছে। তারা এলেই তাঁর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এর আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন। মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়নসহ চারজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম গ্রেপ্তার সঞ্জয় পাল।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ