হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে লাঠির আঘাতে গৃহবধূ নিহত, ভাশুরের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদরে পারিবারিক কলহের জেরে ভাশুরের লাঠির আঘাতে গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আজ বিকেলে পুলিশ গৃহবধূর শ্বশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) আটক করেছে। 

নিহত রাকিবা জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের স্ত্রী। 

গৃহবধূ নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ্বশুর ও ভাশুর আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।’ 

নিহতের পরিবারের লোকজন জানান, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবার সঙ্গে জয়নালের বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈতৃক ভিটা নিয়ে জয়নাল ও তাঁর বড় ভাই আফজালের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জেরে গত ২১ এপ্রিল দুপুরে আফজাল ছোট ভাইয়ের স্ত্রী রাকিবাকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আফজালের স্ত্রী ও শ্বশুর মফিজ গৃহবধূকে মারধরে জড়িত ছিলেন। 

রাকিবার মেজো ভাই এরশাদ আলী বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতির বড় ভাই আফজাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন আমার বোনকে লাঠি দিয়ে বেধড়ক আঘাত করেন। বোনের শ্বশুরসহ অন্যরা আমার বোনকে মারতে উৎসাহিত করেন। এ অবস্থায় বোন অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে তাঁকে বাড়িতে ফেলে রাখেন তাঁরা।’ 

এরশাদ আলী আরও বলেন, ‘ঈদের পর ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে এলে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত