হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারী সদরের ইউএনওকে অপসারণের দাবিতে একজোট চেয়ারম্যানরা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অসদাচরণ, স্বেচ্ছাচারিতা ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সাত দিন সময় চেয়েছেন নীলফামারী জেলা প্রশাসক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘বিষয়টি নিয়ে চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি।’

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান ইউপি চেয়ারম্যানরা। পরে তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন জেলা প্রশাসক।

চেয়ারম্যানদের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইউএনও চেয়ারম্যানদের অবমূল্যায়ন, অশ্লীল ও তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ, গ্রাম পুলিশ নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, বাস্তবায়ন করা টিআর/কাবিখা তদন্ত করার নামে হয়রানি করেন। প্রকল্পের ২০ শতাংশ উৎকোচ গ্রহণ, ভিডব্লিউবি (ভিজিডি) কার্ডের তালিকা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী দিয়ে যাচাই-বাছাই করান। শুধু তা-ই নয়, আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীনদের না দিয়ে নিজ পছন্দের সচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দ দেন। সেই সঙ্গে চেয়ারম্যানদের নামে প্রকল্প গ্রহণ করে নিজ খেয়ালখুশিমতো বাস্তবায়ন করেন।

আজ বুধবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি ও কাচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কার্যালয়ে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ অবগত করেছেন। তিনি আমাদের আগামী সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’

এ অভিযোগের বিষয়ে ইউএনও জেসমিন নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ