হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ৬ জন কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহবুব জজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ছয় ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোড়গ্রাম ইউনিয়নের বড়াইবাড়ি কীর্তনিয়াপাড়া গ্রামের আতাউর রহমান (৩৫), ডুংকিটারী গ্রামের রফিকুল ইসলাম (৪৯), একই গ্রামের গোলাম মোস্তফা (৪২), কীর্তনিয়াপাড়া গ্রামের আলী হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের জামিয়ার রহমান (৪২) এবং হাজীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। 

গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান মাহবুব জজ জানান, দীর্ঘ দেড় মাস থেকে ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে অবস্থান করছিল পাশের খোকশাবাড়ি ইউনিয়নের ডুকরিহাজীপাড়া গ্রামের ২৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী। গতকাল মধ্যরাতে বাজারের একটি অটোরিকশার মেকারের দোকানের পেছনে নিয়ে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে ছয় যুবক। এরপর তাঁকে মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেওয়ার খবর আসে। এমন খবরে এলাকাবাসীর সহযোগিতায় ওই ছয় ব্যক্তিকে বাজার থেকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। এরপর পুলিশে খবর দিলে তাঁদের গ্রেপ্তার এবং ওই নারীকে চওড়া ইউনিয়নের ভাঙ্গামাল্লী এলাকা থেকে উদ্ধার করা হয়। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ছয় ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেছেন ইউপি চেয়ারম্যান মাহবুব জজ। সোমবার দুপুরে ওই মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলমান আছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ