হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ রোববার দুপুরে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন হাসিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

আজ রোববার ন্যায্যমূল্যের বাজারে মুলা বিক্রি হয়েছে ৪০ টাকায়। ফুলকপি ৬০, বেগুন ৪০, লাউ প্রতিটি ৩৫, ডিমের হালি ৪৩ টাকা দরে বিক্রি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ জানান, কৃষি বিপণন ও জেলা সমবায় দপ্তরের সহযোগিতায় ন্যায্যমূল্যের বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দিনই ন্যায্যমূল্যের বাজার খোলা থাকবে। নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন ক্রেতারা দিনের যেকোনো সময়। ২৬ জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ