হোম > সারা দেশ > রংপুর

নৌকা মানুষের উন্নয়নের প্রতীক: বাণিজ্যমন্ত্রী

রংপুর (কাউনিয়া) প্রতিনিধি

বাংলাদেশকে উন্নয়নে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা সরকার যত দিন থাকবে, দেশের মানুষ তত দিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। নৌকা বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক। 

আজ শনিবার রংপুরের কাউনিয়ায় উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা নয়াটারী গ্রামে নিহত আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার পরিবারকে সমবেদনা জানাতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নের পরিবর্তে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। বিগত সরকারগুলোর আমলে দেশে এত উন্নয়ন হয়নি। এলাকা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মানুষ নৌকার বিজয় নিশ্চিত করবে। দলমত-নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। 

আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ঘটনায় কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সহসভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্ত্রীর নামের সঙ্গে উপজেলা সভাপতির নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আরেক নেতার ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত সোনা মিয়া (৫৫) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তাঁর বড় ভাই মুকুল মিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ