হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারীতে যুবকের কোদালের আঘাতে বড় ভাই নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে যুবকের কোদালের আঘাতে বড় ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার সকালে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন খুঁড়তে যান রবিউল ইসলাম। এ সময় ওই ড্রেন করা নিয়ে বড় ভাই মিজানুরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোদাল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত মিজানুর রহমানের বাবা খাইরুল আমিন বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা করেছেন। নিহতের স্ত্রী চম্পা বেগম বলেন, ‘আমরা লাশের সঙ্গে রংপুর হাসপাতালে আছি। বাড়ির অভিভাবক আমার শ্বশুর। তিনিই সবকিছুর সিদ্ধান্ত নেবেন।’

মামলার বাদী খাইরুল আমিন বলেন, ‘হত্যার উদ্দেশ্যে আঘাত না করলেও তাঁকে প্রতিরোধ করতেই কোদাল দিয়ে কোপ দেয় রবিউল। তাতে আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়েছে। দুজনই আমার ছেলে।’

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত