নীলফামারীর কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের নেতা মবু মিয়াকে (মবু ডাকাত) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের পুঁটিমারি ইউনিয়নের ভেড়ভেড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মবু মিয়া (৫২) কিশোরগঞ্জের ভেড়ভেড়ি গ্রামের উত্তর কালিকাপুরের মৃত মোজ্জামেল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে আন্তজেলার বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মবু ডাকাত কুখ্যাত মাদক চোরাকারবারি ও আন্তজেলা ডাকাত দলের অন্যতম হোতা। দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে মবু ডাকাত অপরাধমূলক কার্যক্রম চালান। তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা চলমান রয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট হওয়ায় গতকাল গভীর রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’