হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবিতে সংঘর্ষ: বিএনপি নেতা বাদশা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আনিছুর রহমান ওরফে বাদশা চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের ইন্সপেক্টর মো. রাজ্জাকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আনিসুর রহমান ওরফে বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলাধীন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

গত ১৯ জুলাই বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাউদ্দিন কাদের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদশা চেয়ারম্যানসহ নয়জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এ মামলায় তিনি এত দিন উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে ছয় সপ্তাহ পর আজ দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ