হোম > সারা দেশ > রংপুর

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার নির্দেশে আজ সোমবার ওই কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া। 

কমিটির প্রধান করা হয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহারকে। এতে সদস্য করা হয় আরেক সহকারী শিক্ষা কর্মকর্তা আলি ইমরানকে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

গত ১০ আগস্ট বিকেলে উপজেলার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা মুজাহিদুলের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫ দিন পর পুলিশ অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সাজানো। মুজাহিদুল যৌন নিপীড়নের সঙ্গে জড়িত নয়। থানায় মামলা হওয়ায় মুজাহিদুল আর স্কুলে আসছে না। মুজাহিদুল ছুটিতে আছে।’ 
 
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় ইউএনও মহোদয়ের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেলে ওই অফিস সহায়কের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ 

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘আসামিকে ধরার চেষ্টা চলছে। গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ