নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা পর বিমান উঠানামা চালু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা কম থাকায় সকাল ৯টা থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, আজ সকাল ৯টার দিকে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। দুপুর ১২টায় দৃষ্টিসীমা বেড়ে দাঁড়ায় ৮০০ মিটার। পরবর্তী সময়ে কুয়াশা কেটে গেলে পৌনে ২টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
ইনচার্জ আরও জানান, আজ সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে জেলার ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায় আজকের পত্রিকাকে জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।