হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী আটক

বেরোবি প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে তাজহাট থানার পুলিশ। আজ শনিবার ভোরে ওই শিক্ষার্থীকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদির।

আটক শিক্ষার্থীর নাম সুজন পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।

তাজহাট থানার ওসি বলেন, ‘এখনো আটক শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা তৈরি হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে সুজন পালকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে অনেকটা উত্তেজনা তৈরি হলে তাঁকে আটক করা হয়।’

পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে প্রক্টর তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমি শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজ-খবর রাখছি।’

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (১ম বর্ষ) শিক্ষার্থী সেজুতি মুমু তাঁর ফেসবুক ওয়ালে ধর্ম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে ‘আপত্তিকর’ মন্তব্য করেন আটক শিক্ষার্থী সুজন পাল।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার