হোম > সারা দেশ > রংপুর

বিএনপির আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন: জেড এম জাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হাসান বলেছেন, বিএনপি সেই দল যে দল জনগণের পাশে থাকে, জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের অধিকারের কথা বলে। বিএনপির আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের পাবলিক ক্লাব মাঠে ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেড এম জাহিদ বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে না। গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসঙ্গে চলে না, কিন্তু তারা মুখে গণতন্ত্রের কথা বলে। সে জন্য তারা বাকশাল কায়েম করেছিল। 

সরকারের উন্নয়ন মিথ্যাচার দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সব সময় বলে তারা নাকি দেশে উন্নয়নের জোয়ার করে দিয়েছে। আপনারা এমন উন্নয়ন করেছে, আজকে ডলার সংকটের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি করা যাচ্ছে না। যার কারণেই আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। 

আওয়ামী লীগের আমলে সব ধর্মের মানুষের ওপর নির্যাতন হয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের আমলে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়। আজকে সংখ্যালঘুদের জায়গা দখল হয়। আর এগুলো করে এই আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা।

জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মো. মাহেবুল্লাহ চৌধুরী আবু নুর, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলী, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

এদিকে সমাবেশ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সদর থানার ওসি ফিরোজ কবীর বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত