হোম > সারা দেশ > রংপুর

শিশুর ওপর ভেঙে পড়ল বিদ্যালয়ের গেট, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক ভেঙে গায়ের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পুঁটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম মুনতাহা আক্তার (৪)। ভেড়ভেড়ী হাজিরহাট মাঝাপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে সে। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। তার বাবা-মা থানায় আসেননি। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’ 

স্থানীয়রা বলছে, প্রতিদিনের মতো শনিবার সকালে স্কুলের মাঠে গরু-ছাগল চড়াতে যান মুনতাহার মা। এ সময় তাঁর পিছু পিছু শিশু মুনতাহাও স্কুলের দিকে যায়। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের মূল ফটক (লোহার গেট) খুলে শিশুটির গায়ের ওপর পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মুনতাহার মৃত্যু হয়। 

এ বিষয়ে ভেড়ভেরী মাঝাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমি যখন স্কুলে আসি শিশুটির মা মাঠের এক পার্শ্বে ধান সিদ্ধ করছিল। গেটের কবজা গত বছর ঝালাই দিয়েছিলাম। গত কয়েক দিন ধরে পুরোনো ঝালাই খুলে গেছে। স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রিকে বলেছিলাম ঠিক করতে, কিন্তু আজ-কাল করতে করতে শিশুর ওপর গেট ভেঙে পড়ল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। দুর্ঘটনায় শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ