হোম > সারা দেশ > রংপুর

পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও মারপিটের অভিযোগে গ্ৰেপ্তার ১ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় গ্রাহকের কাছে বাড়ীর ঠিকানা জানতে চাওয়ায় লাইনম্যানকে মারধর ও পল্লীবিদ্যুৎ অফিসে ভাঙচুরের অভিযোগে জাকির হোসেন বুলেট নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার অভিযুক্তকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে পল্লী বিদ্যুতের সাব অভিযোগ কেন্দ্রে ভাঙচুর ও মারপিট এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত আসামির নাম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন বুলেট। 

এ ঘটনায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাউনিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। 

মামলার এজাহার এবং পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন বুলেট বিদ্যুৎ ব্যবহারের কয়েক মাসের প্রায় ১৮ হাজার টাকা বকেয়া রাখেন। গ্রাহক বুলেটকে বিভিন্ন সময় বলার পরেও বিল পরিশোধ না করায় সম্প্রতি তাঁর সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে পল্লীবিদ্যুৎ সমিতির টেপামধুপুর অভিযোগ কেন্দ্রে গিয়ে কর্তব্যরত লাইন ক্রু লেভেল-১ কাউছার আলীকে লাইন বিচ্ছিন্নের কারণ জানতে চান। এ সময় কাউছার আলী তার বাড়ির ঠিকানা জানতে চাইলে জাকির হোসেন তাঁকে মারধর শুরু করেন। এ সময় কাউছার আলীর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। পরে কাউনিয়া থানা-পুলিশকে খবর দিলে কাউনিয়া থানার এসআই ইবনে মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন ক্রু লেভেল-১ কাউছার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতি-২ কাউনিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ গতকাল বৃহস্পতিবার জাকির হোসেন বুলেটকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে রংপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ