লালমনিরহাটে বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র ওই এলাকার বাসিন্দা হট ফুড ল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে। সে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে একাকী ফুটবল খেলছিল ওয়াজেদুল ইসলাম তারিফ। এ সময় সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর দিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল এসে সেপটিক ট্যাংক থেকে তারিফকে উদ্ধার করে। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।