হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই, চালকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার এক চালককে হোটেলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই করেছিল কয়েকজন দুর্বৃত্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে ওই চালকের মৃত্যু হয়। 

নিহত ইজিবাইক চালকের নাম রমজান আলী (৩৪)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের আলোদ্দিপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রমজান গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে একটি রিকশায় করে বাড়ি ফেরেন তিনি। হোটেলে খাবারের সঙ্গে কিছু খাইয়ে ইজিবাইক নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। পরিবারের লোকজনকে এ কথা বলেই অজ্ঞান হয়ে পড়েন রমজান। পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রমেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ