হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই, চালকের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার এক চালককে হোটেলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাই করেছিল কয়েকজন দুর্বৃত্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে ওই চালকের মৃত্যু হয়। 

নিহত ইজিবাইক চালকের নাম রমজান আলী (৩৪)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের আলোদ্দিপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রমজান গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেলে একটি রিকশায় করে বাড়ি ফেরেন তিনি। হোটেলে খাবারের সঙ্গে কিছু খাইয়ে ইজিবাইক নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। পরিবারের লোকজনকে এ কথা বলেই অজ্ঞান হয়ে পড়েন রমজান। পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রমেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ