হোম > সারা দেশ > নীলফামারী

ভিসা প্রতারণার দায়ে সৈয়দপুরে তরুণ কারাগারে 

নীলফামারী প্রতিনিধি

ভিসা প্রতারণার দায়ে নীলফামারীর সৈয়দপুরে মো. হাবীব (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সিপাইগঞ্জ কাজীপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আজ (মঙ্গলবার) সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার তরুণ ওই এলাকার ফকিরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে হাবীব প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কানাডা ও অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল। এ প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবাসী তাঁকে টাকা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন। এমন অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্তের নির্দেশে পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারের কাছে কাজীপাড়া থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানার উপপরিদর্শক অপূর্ব চন্দ্র সরকার নিজে বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ