হোম > সারা দেশ > রংপুর

লাশঘর ছাড়াই চলছে রংপুরের ৮ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় মরদেহ রাখার জন্য লাশঘর নেই। লাশঘর না থাকায় প্রায়ই থানা চত্বরে খোলা আকাশের নিচে ও স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়।

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই। প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যায়। পরিচয় সংগ্রহ ও নিহতের আত্মীয়স্বজন না আসা পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখতে হয়। এ সময় বিশেষায়িত কোনো কক্ষ না থাকায় কমপ্লেক্সের বারান্দায় মরদেহ রাখা হয়। দীর্ঘ সময় সাধারণ ব্যবস্থায় মরদেহ রাখার কারণে অনেক সময় মরদেহ স্বাভাবিক থাকে না।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল হোসেন বলেন, উপজেলা পর্যায়ে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ সংরক্ষণ করার মতো কোনো বিশেষায়িত কক্ষ নেই। তবে থাকা প্রয়োজন।

একই অবস্থা থানাগুলোতে। মিঠাপুকুর থানা চত্বরে খোলা আকাশের নিচে রিকশা, ভ্যানে মরদেহ রাখতে দেখা গেছে। অনেক সময় অস্বাভাবিক ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে দেরি হয়। তখন থানা চত্বরে খোলা আকাশের নিচে মরদেহ রাখা হয়। এ প্রসঙ্গে কথা হলে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, থানা চত্বরে মরদেহ রাখার জন্য সরকারিভাবে কোনো লাশঘর নির্মাণ করা হয়নি। এ কারণে দ্রুত মরদেহ জেলা শহরে অবস্থিত মর্গে পাঠানোর চেষ্টা করা হয়। কোনো কারণে রাত হয়ে গেলে পুলিশের পাহারায় থানা চত্বরে রাখতে হয়। তিনি জানান, পাবনা জেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থানা চত্বরে লাশঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে থানা চত্বরে লাশঘর তৈরি করা সম্ভব।

শুধু মিঠাপুকুর নয়। জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার একই অবস্থা। একটিতেও লাশঘর নেই বলে খোঁজ নিয়ে জানা গেছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ