হোম > সারা দেশ > গাইবান্ধা

অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে গাইবান্ধাবাসী

গাইবান্ধা প্রতিনিধি

আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে গাইবান্ধায়। গরমে হাঁসফাঁস করছে মানুষ। জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আজ শনিবার দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। 

শহরে অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম অনেকটা কম। বিদ্যালয় খোলা থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের কিছুটা সমাগম দেখা গেছে। এ ছাড়া জরুরি কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। 

মুদি দোকানের কেনাকাটা করার জন্য গাইবান্ধা শহরে আসছেন আশরাফ আলী। তিনি বলেন, ‘বাড়ি থেকে সকালের দিকে বের হয়েছি। শহরে ভরদুপুরে প্রচণ্ড গরম পড়ছে। কয়েক দিন আগে এমনটা গরম লাগে নাই। কী যে অস্বস্তি লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না।’ 

ইসাহাক আলী বলেন, ‘কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা বেশি। সহ্য করার মতো না। রাস্তায় ভ্যান-রিকশা পাচ্ছি না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য হেঁটেই মার্কেটে যাচ্ছি। উপায় তো নাই।’ 

গাইবান্ধা সদরের বল্লমঝড় ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে শহরে রিকশা চালানোর জন্য এসেছেন আমিনুল মোল্লা। তিনি বলেন, ‘শহরোত মানুষই কম, যাও আছে তারাও হাঁটে চলাফেরা করছেন। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ১০০ টাকার মতো ভাড়া মারছি। গরমে শরীল (শরীর) আর চলে না। শরীল না চললে হবে কী, রিকশার চাকা না ঘুরালে উপাস থাকা লাগবে।’ 

রংপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা মো. মোস্তাফিজ রহমান বলেন, আজকে তাপমাত্রা এখন পর্যন্ত ৩৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে কিছুটা অস্বস্তি লাগছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ