হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে মুরগির খামারে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খালিশা খুটামারা এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—উপজেলার খালিশা খুটামারা তহসীলদারপাড়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২) ও টেঙ্গনমারী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে। 

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেসবাউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়। বিদ্যুতায়িত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিটন ও আনিছুর ওই এলাকার স্কুলশিক্ষক কামরুজ্জামানের মুরগির খামারে কর্মরত ছিলেন। খামারের মুরগিগুলো জীব–জন্তু থেকে রক্ষায় জিআই তারের বেড়া দিয়ে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কাজ করার সময় বেখেয়ালে ওই বেড়ায় হাত দিলে বিদ্যুতায়িত হন তাঁরা। এ সময় তাঁদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, মরদেহ দুটি হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ