হোম > সারা দেশ > লালমনিরহাট

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার তুষভান্ডার বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এবং তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকিনা উত্তরবাংলা কলেজে নেওয়া হয়েছে। এই নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া তাঁদের জন্য কষ্টসাধ্য হবে। এ কারণেই তাঁরা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

পরীক্ষার্থী অর্পিতা রায়, সুবর্ণা আক্তার শিখা, আরজু হোসাইন, মো. সবুজ হোসেন ও মিল্লাত হোসেন জানান, আকস্মিক কেন্দ্র পরিবর্তনে তাঁরা বিপাকে পড়েছেন। দূরত্বের কারণে তাঁদের যাতায়াতে অনেক সমস্যা হবে।

এদিকে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।

ইউএনও বলেন, ‘এ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ