হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে হৃদয় মিয়া (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ মার্চ) সকালের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ওই গ্রামে আনারুল ইসলামের ছেলে।

স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মাসে হৃদয় দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ অবস্থায় পরদিন শনিবার সকালে ঘর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

হৃদয়ের দ্বিতীয় স্ত্রী লামিয়া বলেন, ‘আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। বিয়ের আগে জানতাম না হৃদয় আগেও একটি বিয়ে করেছিল। আমাদের বিয়ের পর এ নিয়েই মনোমালিন্য ছিল। এ অবস্থায় গতকাল রাতেও সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে রাতে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বুঝতে পারিনি।’

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ