হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে হৃদয় মিয়া (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ মার্চ) সকালের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ওই গ্রামে আনারুল ইসলামের ছেলে।

স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মাসে হৃদয় দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ অবস্থায় পরদিন শনিবার সকালে ঘর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

হৃদয়ের দ্বিতীয় স্ত্রী লামিয়া বলেন, ‘আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। বিয়ের আগে জানতাম না হৃদয় আগেও একটি বিয়ে করেছিল। আমাদের বিয়ের পর এ নিয়েই মনোমালিন্য ছিল। এ অবস্থায় গতকাল রাতেও সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে রাতে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বুঝতে পারিনি।’

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ