হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে হৃদয় মিয়া (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ মার্চ) সকালের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ওই গ্রামে আনারুল ইসলামের ছেলে।

স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মাসে হৃদয় দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ অবস্থায় পরদিন শনিবার সকালে ঘর থেকে হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

হৃদয়ের দ্বিতীয় স্ত্রী লামিয়া বলেন, ‘আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। বিয়ের আগে জানতাম না হৃদয় আগেও একটি বিয়ে করেছিল। আমাদের বিয়ের পর এ নিয়েই মনোমালিন্য ছিল। এ অবস্থায় গতকাল রাতেও সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে রাতে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বুঝতে পারিনি।’

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা