হোম > সারা দেশ > রংপুর

সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্তে সত্যতা পেল দুদক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌর এলাকায় সড়কে তদন্তকাজ করছে দুদক। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর পৌর এলাকায় সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয়টি সড়কে পরিদর্শন ও তদন্তকাজ পরিচালনা করা হয়েছে। প্রাথমিক তদন্তে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পেয়েছে দুদক।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ঈসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। ঈসমাইল হোসেন সাংবাদিকদের জানান, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত দল।

দুদক সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে ১ নম্বর ওয়ার্ডে ৪৯২ মিটার, হঠাৎপাড়া থেকে উচা ব্রিজ ৩৪২ মিটার, মিনার মসজিদ থেকে রেলঘুণ্টি পর্যন্ত ১৬১ মিটার, পৌরসভা গেট থেকে স্টেশন রোড ৩৯৫ মিটার, স্টাফ কোয়ার্টার থেকে খেড়পট্টি ১ হাজার ২০৫ মিটার, ডিসি অফিস থেকে ফরিদপুর কবরস্থান মোড় ৯৫০ মিটার, ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর কবরস্থান ৬৩০ মিটার ও পুলহাট বড়পুল থেকে ফরিদপুর কবরস্থান পর্যন্ত ৫৫৫ মিটার সড়কের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

দিনাজপুর পৌর এলাকায় সড়কে তদন্তকাজ করছে দুদক। ছবি: আজকের পত্রিকা

সড়কগুলোতে নির্মাণকাজে ব্যয় হয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ১৫৩ টাকা। সবগুলো সড়কের নির্মাণকাজ করেছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম ও মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুরাদ আহম্মেদ।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক ঈসমাইল হোসেন বলেন, সড়কগুলোর নির্মাণকাজ মাত্রই শেষ হয়েছে। দুদকের কাছে অভিযোগ ছিল এসব সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। দরপত্রের শর্তাবলি পালন না করেই নির্মাণকাজ শেষ করা হয়েছে। দুদক আজকে এনফোর্সমেন্ট দল ও টেকনিক্যাল পারসন (প্রকৌশলী) সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। তদন্তে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা ও পরামর্শক্রমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ