হোম > সারা দেশ > রংপুর

একই স্থানে চার ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানের পরপর চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রাঙামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মিনি পিকআপচালক নায়েব আলী (৪০) ও সহযোগী শফিউজ্জামান (৪২)। নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী বিজিবি ক্যাম্প বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরই মধ্যে একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

একই দিক থেকে আসা আরও একটি গমবোঝাই ট্রাক সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ড ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এরই মধ্যে এর একই দিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ওই গমবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়—এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটির চালক ও সহযোগীর ঘটনাস্থলে মৃত্যু হয়। 

নিহত শফিউজ্জামানের শ্যালক আশরাফুল আলম বলেন, শফিউজ্জামানসহ চালক নায়েব আলী ঠাকুরগাঁও থেকে মুরগি নিয়ে রাজশাহীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহযোগীদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ